ব্যতিক্রমী সমাজ সচেতনতার নিদর্শন রাখলো নাটকের দল এবং আমরা
By
admin on April 13, 2021 | 1:31 pm
গ্রামের নাম সাত কাহানিয়া আর জায়গার নাম তেপান্তর শুনলেই কেমন একটা অন্যরকম অনুভূতি হয় ,ছোটবেলায় শোনা রূপকথার গল্প মনে পরে |কিন্তু এক্ষেত্রে ঘটনাটা রূপকথা নয় বরং ঘটমান বাস্তব |এই তেপান্তর আসলে একটি নাট্য গ্রাম এবং এই গ্রামটিকে সুন্দর করে গড়ে তুলেছে যে নাটকের দলটি তার নাম এবং আমরা |এই দলটি শুধু নাটকই করেনা সামাজিক কর্তব্যও পালন করে সমান নিষ্ঠায় |যখন একদিকে প্রকৃতির গরম অন্যদিকে ভোটের লড়াইয়ের উত্তাপে রক্ত শূন্যতায় নাভিশ্বাস উঠছে ব্লাড ব্যাংক গুলির তখনই এগিয়ে এলো এবং আমরা |দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহায়তায় আয়োজন করলো একটি রক্তদান শিবিরের এবং এমন একটি দিনে তাঁরা এই শিবিরের আয়োজন করলো যেদিনটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম |
তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে রক্ত ঝরার দিনটিকে এবং আমরা বেছে নিয়েছিল রক্তদানের জন্যে |পাঁচ জন মহিলা সমেত মোট ছেচল্লিশ জন রক্তদান করেন |রক্তদাতাদের মধ্যে বেশ কিছু এমন রক্তদাতাও ছিলেন যারা প্রথম প্রজন্মের ভোটার |ভোট দানের আগেই তাঁরা রক্তদানের অভিজ্ঞতা অর্জন করলেন |সব মিলিয়ে এক উৎসবের আমেজে এদিনের শিবির অনুষ্ঠিত হলো |রক্তদানের জন্যে উৎসাহী প্রথম প্রজন্মের রক্তদাতাদের লাইন দেখে একটা সময় মনে হচ্ছিলো ভোটের লাইন |