ভাড়াটে উচ্ছেদে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ভাঙচুর
By
admin on December 12, 2021 | 6:29 am
নামী সংস্থার কেকশপ ভাংচুড় কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টরস কলোনী তে। গতকাল ১০ ডিসেম্বর সকাল ৬ টা নাগাদ সিটিসেন্টারে বিগবাজার সংলগ্ন ডক্টরস কলোনী তে অবস্থিত ‘মনজিনিস’ শোরুম টি তে ব্যাপক ভাংচুড় চালায় একদল দুষ্কৃতী।
জানা যায়, গতবছর ৩৩ মাসের চুক্তিপত্রের ভিত্তি তে চৈতালী ঘোষ নামক এক মহিলার কাছে, তাঁর বাড়ির নীচে অবস্থিত শোরুম টি ভাড়া নিয়ে, বহু লক্ষ টাকা বিনিয়োগ করে ‘মনজিনিস’ এর শোরুম টি তৈরী করেন সোমা মৈত্র এবং রিতা সাহা নামের দুই গৃহবধূ। একবছর পরই চৈতালী ঘোষ তাঁদের উঠে যাবার জন্য চাপ দিতে থাকেন। রাজি না হলে আসতে থাকে হুমকি। প্রাথমিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে সাড়া না পেয়ে সোমা মৈত্র এবং রিতা সাহা আদালতের দ্বারস্থ হলে মহামান্য আদালতের তরফে ১৪৪ ধারা জারি করা হয় শোরুম টি তে। অভিযোগ, তারপরেও চৈতালী ঘোষ এবং তাঁর কিছু ভাড়া করা স্থানীয় গুন্ডা মনজিনিস শোরুমে চড়াও হয় ও সাময়িক ভাংচুড় চালায়। পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে শোরুম এর পক্ষ থেকে সোমা মৈত্র এবং রিতা সাহা উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং উচ্চ আদালত গত শুক্রবার ইনজংশন জারি করেন।
উচ্চ আদালতের রায় কে বুড়ো আঙুল দেখিয়ে চৈতালী ঘোষ এবং তাঁর সঙ্গী অভিজিত হোড় ও একদল দুষ্কৃতী শনিবার ভোর ৬ টা নাগাদ শোরুম টি তে ব্যাপক ভাংচুড় চালায় বলে অভিযোগ করেছেন সোমা মৈত্র এবং রিতা সাহা রা।
স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে চৈতালী ঘোষ নাকি বেশ কিছুদিন আগেই গোপনে বাড়ি টি বিক্রি করে দেন দুর্গাপুরের এক কুখ্যাত কয়লা মাফিয়ার কাছে।
সৎ এবং নিরপেক্ষ সাংবাদিকতার কারণে আমরা বারবার যোগযোগ করার চেষ্টা করেছিলাম চৈতালী ঘোষের সঙ্গে। বহুবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। বাড়ি তে গেলে দরজা খোলার সৌজন্য টুকুও দেখান নি। অর্থাৎ বাড়ি ওয়ালার তরফে কোনো সদুত্তর পাওয়া যায় নি। উপরন্তু একমুহূর্তের জন্য জানলার পর্দার আড়াল থেকে লুকিয়ে নিজের মোবাইল থেকে আমরা যারা খবর সংগ্রহ করতে গেছিলাম তাঁদের ছবি তুলতে দেখা গেছে চৈতালী ঘোষ নামক এই মহিলা কে।
এদিকে বড় দিনের মরশুম সামনে আসা তে আরো বহু টাকা বিনিয়োগ করে ফেলেছেন মনজিনিস শোরুম কর্তৃপক্ষ। এখন এই অনিশ্চয়তার মধ্যে পড়ে মাথায় হাত পড়েছে সোমা মৈত্র এবং রিতা সাহা দের।
এখন প্রশ্ন একটাই, ম্যান পাওয়ার ,মাসল পাওয়ার এবং রাজনৈতিক নেতা নেত্রীদের আশীর্বাদ ধন্য হলেই কি যেকোনো মানুষ আইনের ঊর্ধ্বে উঠে যেতে পারে? খোদ সিটি সেন্টারের বুকে প্রকাশ্য দিনের বেলায় এই ঘটনা থেকে অন্তত এই প্রশ্নই উঠে আসে বারবার।
দুর্গাপুর থেকে প্রতিম চৌধুরী এবং দেবার্ঘ্য চক্রবর্তীর রিপোর্ট