কেন্দ্রে বিজেপির জোট সঙ্গী রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া প্রার্থী দিলো দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে
By
admin on April 7, 2021 | 2:09 pm
আসন্ন বিধানসভায় দুর্গাপুর পশ্চিমে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী সন্দীপ সিকদার আজ তার ভোটার প্রচার শুরু করলেন এক বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে। দুর্গাপুরের চতুরঙ্গের মাঠ থেকে শুরু করে দুর্গাপুর কোর্ট চত্বর পর্যন্ত এই সভা যাত্রা সম্পন্ন হয়। ঢাক ঢোল সহ আদিবাসী নৃত্য ,ঘোড়ার গাড়ির মাধ্যমে শোভা যাত্রাটি শহর বাসীর কাছে বেশ চমক সৃষ্টি করেছে।সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন প্রাক্কালে দুর্গাপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরে সন্দীপ বাবু জানান সন্ত্রাস মুক্ত শিল্প সমৃদ্ধ দুর্গাপুর গড়ে তোলাই তাঁর প্রধান উদ্দেশ্য |আগামীদিনে তিনি দুর্গাপুরের হারানো সম্মান পুনরুদ্ধার করাই তাঁর লক্ষ্য |