দেবীপক্ষের প্রথম দিনেই বেসুরো প্রকৃতি
By
admin on September 28, 2019 | 12:30 pm
মাতৃপক্ষের সূচনা হলো প্রকৃতির বি-মাতৃ সুলভ আচরনে । সাধারণত ভোর বেলায় মহিষাসুরমর্দিনি শুনেই নেটিজেনরা ব্যস্ত হয়ে পরে পিতৃ পুরুষ কে জলদানে। ভোরবেলা থেকেই ভীড় জমতে দেখা যায় নদী বা বিভিন্ন জলাশয়ের পাড়ে । এদিন কিন্ত দেখা গেলো ভিন্ন ছবি । সর্বত্রই ফাঁকা । তারপর দিন ভর কখনো টিপটিপ কখনো ভারী বৃষ্টিতে নাকাল সাধারণ মানুষ , পুজোর উদ্যোক্তারা । কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের, কারন শনি রবিবারের কেনাকাটার আশা এখন দূরাশা । আবহাওয়া দফতর থেকে পাওয়া খবরে চিন্তা আরো বাড়ছেই , কারন আগমী তিন দিন কলকাতা , দুই চব্বিশ পরগনা সহ দক্ষিণ বঙ্গের সব কটি জেলাতেই বজায় থাকবে বৃষ্টি ।