দুর্গাপুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে।
By
admin on September 27, 2019 | 12:45 pm
দুর্গাপুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে। শেষ মুহূর্তে দাঁড়িয়ে শহরের জনপ্রিয় পূজোগুলি পরিদর্শন করলেন শহরের নগরপাল অনুজ শর্মা। একডালিয়া এভারগ্রীন দিয়ে শুরু হয় পরিদর্শন। এরপর একে একে দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রনী, সুরুচি সংঘ সহ দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় পুজো মন্ডপ পরিদর্শন করেন তিনি। যান উত্তরের কয়েকটি পুজো মণ্ডপেও।