এনআরসির জন্য সার্টিফিকেট দেওয়ার নামে ২০০ থেকে ২০০০টাকা কাটমানি নিচ্ছে তৃনমূল সরকার।
By
admin on September 27, 2019 | 12:43 pm
এনআরসির জন্য সার্টিফিকেট দেওয়ার নামে ২০০ থেকে ২০০০টাকা কাটমানি নিচ্ছে তৃনমূল সরকার। শিলিগুড়িতে বিজেপির কর্মী সভায় যোগদান করে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। এআরসি জন্য আত্মহত্যা করছে বলে কোন প্রমান নেই।
২লক্ষ টাকার লোভে যে কোন মৃত্যু কে এনআরসি বলে দিচ্ছে। আর সেটা কে হাতিয়ার করে রাজ্যের মানুষকে ভয় দেখাচ্ছে তৃনমূল। দীলিপবাবু বলেন রাজ্যের মানুষের ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাবে তারা অবৈধ ভাবে রাজ্য প্রবেশ করেছে আর রহিঙ্গারা। এদের ছাড়া সবার নাম থাকবে। কারো নাম ব্দ যেতে দেব না। এনআরসি আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত যে ছয় জনের মৃত্যু হয়ে তা অস্বীকার করে রাজ্য সভাপতি বলেন কেউ লোন শোধ করতে পারেনি, কেউ শারিরিক অক্ষমতার কারনে। কিন্তুু এনআরসিতে মৃত্যু হয়েছে এমন প্রমান নেই। রাজ্যের মূখ্যমন্ত্রী বিনাস্বার্থে কিছু করেন না গতবার পূজো উদ্যোগতাদের ১০হাজার টাকা করে দিয়েছিলেন এবং নিজের ফোটো মন্ডপের সামনে লাগিয়ে ছিলেন। এবার ২৫হাজার টাকা করে দিচ্ছেন এবার পুরো পরিবারের ফটো লাগাতে বলবেন। জঙ্গল মহল প্রসঙ্গে তিনি বলেন পঞ্চায়েত ভোটে ও লোক সভা ভোটে তৃনমূলের থেকে মুখ ফিরিয়েছে জঙ্গল মহল। তাই আবার জঙ্গল মহলে ভয়ের রাজনীতি ফিরিয়ে আনতে মাওবাদীদের সাথে বৈঠক করছেন। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে জিএসটি,নোট বন্দী বন্ধ করতে পারেনি এন আরসিও বন্ধ করতে পারবেনা।